৪ ঘণ্টা আগের আপডেট রাত ৪:৪৮ ; সোমবার ; জুন ৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে টাকার বিনিময়ে বিতরণ হচ্ছে স্মার্টকার্ড!

বরিশালটাইমস রিপোর্ট
১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণে সরকারি নিয়ম না মেনে বিতরণকারীদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল বরিশালটাইমসকে জানান, এ উপজেলার ছয়টি ইউনিয়নে মোট স্মার্টকার্ড পাচ্ছেন ১ লাখ ৪ হাজার ১৭১ জন। এর মধ্যে এখন পর্যন্ত ৮৭ হাজার ৫০৪ জনের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে- সরকারি নিয়ম অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দিয়ে গত ৯ মে ২০১৮ তারিখ থেকে উপজেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয় এবং তা চলে ২৪ জুন ২০১৮ তারিখ পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কার্ড বিতরণ শেষ না হওয়াতে অস্থায়ী এবং পারিশ্রমিক ছাড়াই মোসা. রেবা আক্তার ও মো. মিরাজ হোসেন নামে দুজন অপারেটর নিয়োগ দেন নির্বাচন কর্মকর্তা।

কিছুদিন কাজ করার পর মো. মিরাজ বিতরণ কাজ ছেড়ে চলে যান। এতে নির্বাচন কর্মকর্তা মোসা. রেবা আক্তারকে দিয়ে কার্ড বিতরণ কাজ চালিয়ে নেন। এ কার্ড বিতরণ করতে গিয়ে রেবা প্রতি কার্ডে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার পাংশা গ্রামের আরিফ তালুকদার বরিশালটাইমসকে জানান, তিনি গত রোববার উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) নেওয়ার জন্য গেলে তার কাছ রেবা আক্তার ১০০ টাকা নেন। এ ছাড়া রেখা আক্তার নামে অপর একজনের কাছ থেকে রেবা ২০০ টাকা আদায় করেন।

উপজেলার কেদারপুর ইউনিয়নের মো. আবু তালহা ও মোসা. মুন্নি আক্তার বরিশালটাইমসকে বলেন, ‘আমাদের কাছ থেকে ২০০ টাকা নিয়েছে। প্রথমে টাকা দিতে অস্বীকার করলে আমাদেরকে অফিস রুম থেকে বের করে দেন, পরে কার্ড নেওয়ার তাগিদে টাকা দিতে বাধ্য হই।’

এ বিষয়ে মোসা. রেবা আক্তার বরিশালটাইমসকে বলেন, ‘অফিস থেকে আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, আমি কি এমনি কাজ করব?’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল বরিশালটাইমসকে জানান, লোকবল সমস্যার কারণে সেবা দিতে দুজন কর্মীকে বিনা পারিশ্রমিকের চুক্তিতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এটা বলা হয়েছে যদি কেউ খুশি হয়ে ১০ থেকে ২০টাকা দেয় সেটা নিতে পারবে।

কিন্তু ১০০ কিংবা ততোধিক টাকা নেওয়ার বিষয়টি জানেন না বলে জানান মোস্তফা কামাল।’

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা  জমি নিয়ে বিরোধ: ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ  কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু  বরিশাল-ভোলা সেতু চাইলেন তোফায়েল  লালমোহনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই  ১২ জুন টেবিল ঘড়ির পক্ষে নীরব ভোট বিপ্লব হবে: মেয়র প্রার্থী রূপন  কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২  গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ