বরিশালে টেন্ডার নিয়ে দু’গ্রুপে হাতাহাতি: গণপূর্ত অফিসে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বরিশাল জেলা পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স কার্যালয়ে ৩৩ লাখ টাকার কাজ নিয়ে বুধবার অপরাহ্নে এই হাতাহাতির ঘটনা ঘটে। ঠিকাদার তপু হক অপর ঠিকাদার রেজাউল করিম মিলন ও মেহেদী হাসান সুমনের ওপর হামলা চালালে ওই হাতাহাতির সূত্রপাত হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ৩৩ লাখ টাকার একটি পানির লাইনের কাজের জন্য দরপত্র আহ্বান করে গণপূর্ত। সেখানে খান বিল্ডার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান দরপত্র দাখিল করেন। কিন্তু কেন তিনি এই দরপত্র জমা দিয়েছেন- এই নিয়ে মিজানের ছোট ভাই ঠিকাদার মিলনকে মারধর করেন ঠিকাদার তপু।
এ সময় অন্য ঠিকাদার সুমন এলে তাকেও নাজেহাল করেন ঠিকাদার তপু ও তমাল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ঠিকাদার তপু বলেন, ‘আরআরএফের এই কাজের ফাইল ডিপিপি থেকে পাস করিয়েছি। ঠিকাদার মিজানকে আমি বলেছি যেন দরপত্র জমা না দেয়। কিন্তু সে দিয়েছে। মিজান পুরো অফিস জিম্মি করে ফেলেছে। সিন্ডিকেট করে সব কাজ বিএনপির লোকজনের কাছে সে বিক্রি করে। এই নিয়ে একটু কথা-কাটাকাটি হয়েছে।’
এ বিষয়ে ঠিকাদার মিজানুর রহমান বলেন, ‘শুনেছি আমার ভাইকে তপু ও তমাল মারধর করেছে। পাশাপাশি সিনিয়র ঠিকাদার সুমনকেও গালাগালি করেছে। অনলাইনে এখন টেন্ডার দিই। বাসায় বসেই দেয়া যায়।’
গণপূর্ত বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, ‘বাইরে হইচই হয়েছে। তবে কী কারণে হয়েছে জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি।’
শিরোনামবরিশালের খবর