বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ১১ নভেম্বর ২০১৭
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন লাগোয়া কড়ইতলা নদীতে ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে জোসনা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নদীর বিশ্বাসের হাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জোসনা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর গ্রামের মো. মজনুর স্ত্রী।
এ দুর্ঘটনায় নিখোঁজ নারীর এক বছর বয়সী শিশু সন্তানসহ অপর ১১ জন তীরে উঠতে পেরেছেন।
নিখোঁজ জোসনা বেগমের সন্ধানে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একাধিক টিম কাজ করছে।
কিন্তু শনিবার বেলা ১১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সাত্তার মন্ডল।
ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন হাওলাদার জানিয়েছেন- নিখোঁজ জোসনা স্বামী ও সন্তানসহ ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে বসবাস করা শাশুড়ি শুক্রবার মারা গেছেন। রাত ৯টায় তার জানাজা ও পরে দাফন করার কথা। তাই জোছনা ও তার স্বামী তিন সন্তানসহ ১১ সদস্য বেলা ১২টায় ঢাকা থেকে রওয়ানা দেন।
সন্ধ্যায় তারা বরিশালে ঘাট থেকে স্পিডবোটযোগে দালালপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন।
স্পিডবোটটি কড়ইতলা নদীর বিশ্বাসের হাট ব্রিজের কাছাকাছি গেলে বিপরীত দিকগামী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোটটি দুই ভাগ হয়।
যাত্রীরা নদীতে পড়ে শিশু সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা তীরে ফিরতে পারলেও জোসনা বেগম উঠতে পারেননি।’’