বরিশালে ট্রলিচাপায় কারখানা শ্রমিক নিহত, বিক্ষুব্ধ জনতার বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীতে নিজের বাসার সামনে বসে থাকা এক কারখানার শ্রমিক পাথরবাহী ট্রলি চাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর শেরে-বাংলা সড়ক এলাকায় এই বিয়োগান্তের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
নিহত ব্যক্তির নাম মো. নয়ন (৫০)। তিনি পলাশপুর বৌ-বাজার তিন নম্বর গলির মৃত তোফায়েল আহম্মেদের ছেলে। নয় নগরীর একটি ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানায় কাজ করতেন।
ঘটনাপ্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা শামীম আহম্মেদ জানান, শেরে-বাংলা সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম খান লিমিটেড কোম্পানি পাথর মজুদ করে আনা-নেওয়া করে। মঙ্গলবার দুপুরে পাথরবোঝাই একটি ট্রলি পিছনে দিকে ঘোরার সময় বাসার সামনে বসা নয়নকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ট্রলির পিছনের চাকার নিচে তার মাথা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এই বিয়োগান্তের পর স্থানীয়রা জড়িতদের বিচার দাবি করেন। কিন্তু এর আগেই ট্রলির শ্রমিকেরা পালিয়ে যায়।
পরিদর্শক হরিদাস নাগ জানান, ঘটনার পরপর চালকসহ ট্রলির শ্রমিকরা পালিয়ে যায়। স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে জড়িতদের বিচারের আশ্বাসে তারা শান্ত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শিরোনামবরিশালের খবর