নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশালের উজিরপুরে ট্রাকচাপায় মো. সজিব বেপারী (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জয়শ্রী নামক এলাকার সাজু পেট্রোল পাম্পের সম্মুখ বরিশাল-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত সজিব উপজেলার শিকারপুর বন্দর বাজারের ব্যবসায়ী মিন্টু বেপারীর ছেলে ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
উজিরপুর থানা পুলিশ জানায়- বিপরিতমুখী ট্রাক ও মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে জয়শ্রী এলাকায় সাজু পেট্রোল পাম্পের সম্মুখে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক সজিব ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা দুই সঙ্গী মোহাম্মদ আরাফাত হোসেন ও মোহাম্মদ হাফিজ উদ্দিন গুরুত্ব আহত হলে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে বরিশালের হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বরিশালটাইমসকে জানান, সরেজমিনে যাওয়ার আগেই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সাথে কলেজছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।’
বরিশালের খবর, বিভাগের খবর