৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে ট্রাকের চাপায় নারী নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ২৭ মার্চ ২০১৬

বরিশাল: বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে ইটবাহী ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী  রোকসনা বেগম (৩৫) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌঁনে সাতটায় তার মৃত্যু হয়।

রোকসানা বেগম নগরীর কালুখান সড়কের মহম্মদ আলীর কণ্যা।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান মুরাদ জানান, নিহত রোকসানা বেগম  কাউনিয়া থেকে অটোরিকশাযোগে কালুশাহ সড়কের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ইটবাহী একটি ট্রাক অটোরিকশাটি চাপা দিলে গুরুতর আহত হন। এসময় তাকে শেবাচিম হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

34 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন