১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৫ অপরাহ্ণ, ১৩ আগস্ট ২০১৬

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি এলাকায় ট্রাকের ধাক্কায় নিরব সরদার (০৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নিরব উপজেলার বেজগাতি এলাকার ইদ্রিস সরদারের ছেলে। সে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

 

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ এজাজুর রহমান জানান, দুপুরে মহাসড়কের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল নিরব। এসময় বেপরোয়াগতির বরিশালগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

 

এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন