বরিশাল: বরিশাল নগরীর সরকারী হাতেম আলী কলেজ চৌমাথা লেক সংলগ্ন সিএন্ডবি রোডে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর (৪৫) নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ওই সড়কে কর্মরত নারী পরিচ্ছনতা কর্মীর বরাত দিয়ে বলেন, ভোর বেলা ওই নারীকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান এসআই তাহের।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর