বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোডে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে আব্দুল মান্নান হাওলাদার (৫৯) নামে উপজেলা সহকারী কৃষি সম্প্রারণ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঅ্যান্ডবি রোডের ফরাজি ওয়ার্কশপ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান বরিশাল নগরের কালুশাহ সড়কের সালেহা মঞ্জিলের বাসিন্দা। তিনি বাবুগঞ্জ উপজেলা সহকারী কৃষি সম্প্রারণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনেরা বরিশালটাইমসকে জানান, সিঅ্যান্ডবি রোড সংলগ্ন কাজী পাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে চৌমাথার দিকে আসছিলো আব্দুল মান্নান হাওলাদার। ফরাজী ওয়ার্কশপ এলাকা পার হতেই তাকে বহনকারী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
পরে অটোরিকশার চালক ও যাত্রী আব্দুল মন্নান হাওলাদারকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বরিশালটাইমসকে জানিয়েছেন- এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। কিন্তু পালিয়ে গেছেন চালক।’
শিরোনামবরিশালের খবর