১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:২২ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পন্যবাহী ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পয়সারহাট-আগৈলঝাড়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রথবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের সেকেল উদ্দিনের ছেলে নূর হোসেন কাজী (৬০) এবং ট্রাক চালক গৌরনীর বাসিন্দা হেলাল শরীফ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক ও ট্রাক উল্টে পাশ^বর্তি খালে পরে। ঘটনাস্থলেই যাত্রী নূর হোনে কাজী মারা যায় এবং গুরতর আহতাবস্থায় ট্রাক চালক হেলাল শরীফকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মারা গেলে তার লাশ মর্গে রেখে পালিয়ে যায় হেলপার। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ও থানা পুলিশ সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধারে কাজ করছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ডিউটি অফিসার এএসআই অনুপম বিশ^াস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছে। অপর একজন বরিশাল হাসপাতালে নেয়ার পথে মারা গেছে।

185 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন