বরিশাল: বরিশালের সদর উপজেলার সাহেবেরহাট বন্দরে ডিজিটাল এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার সিলগাল করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (০৭ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। সেই অভিযানে উপজেলা প্রশাসনকে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ সহযোগিতা করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির বরিশালটাইমসকে জানান, লাইসেন্স ও সরকারী আইন মেনে না চলায় ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেয়ার জন্য সিভিল সার্জন পত্র দিয়েছে।
যে কারণে ওই পত্রের প্রেক্ষিতে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে।
এরপরে প্রয়োজনীয় কাগজপত্রবিহীন ও সরকারি নিয়ম না মেনে সেন্টারটি চালু করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বরিশালের খবর