বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ি আটক হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন কাশিপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের তিলক কলাডেমা তালুকদার বাড়ির জামে মসজিদের সামনে থেকে আটক করা হয়।
আটকরা হচ্ছেন- বরিশাল ৬ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার মৃত জুলহাস খাঁনের ছেলে মো জুয়েল খাঁন (২৮), শহরের পলাশপুর মোহাম্মাদপুর এলাকার আব্দুল বারেকের ছেলে মো. মাইনুল ইসলাম সিকদার (২২) এবং গগন গলি শিশুপার্ক বস্তি এলাকার মৃত মো. শাহজাহান হাওলাদারের মো. রুবেল ওরফে ভাজা রুবেল (২৭)।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় একটি মামলা দায়ের পরবর্তী আটকদের বরিশাল বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।”
শিরোনামOther