বরিশাল নগরীর দক্ষিণ চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে এক বান্ডল তাস ও জুয়া খেলার তিন হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার বিউটি গলির কুমিল্লা বেকারির টিনশেড ঘরের দোতলা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. ইব্রাহিম (৩০), মো. বিল্লাল (৩০), মো. সোহাগ (২৬), আব্দুল্লাহ (১৮), মো. আল-আমিন (২৫), মো. আমির হামজা (২৪) এবং মো. সুজন মিয়া (২৭)।
ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার গোমস্তা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের পরবর্তী তাদের হস্তান্তর করা হয়েছে।”
শিরোনামবরিশালের খবর