বরিশাল: বরিশাল নগরীতে ৩টি ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৭০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা দেড়টার দিকে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেস সরকার এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী হাকিম শীতেশ সরকার জানান, লাইসেন্স নেই, অদক্ষ লোক দ্বারা টেস্ট করানো, মূল্য তালিকা না থাকা, টেকনিশিয়ানদের সনদপত্র নেই, এপ্রন, হ্যান্ড গ্লোবস, ওয়েস্ট ডিসপোজাবলের ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থাদী না থাকায় এ জরিমানা করা হয়েছে।
অভিযানে নগরীর ল্যাব এইড ডায়াগনস্টিককে ৫৫ হাজার টাকা, লাইফ সিটি স্ক্যান সেন্টারকে ১০হাজার টাকা এবং বান্দরোড সাউদ এপোলো শাখাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনাকালে সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন উপস্থিত ছিলেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর