বরিশালে ১০ পরিবার অবরুদ্ধ: যাতায়াত পথে বাউন্ডারি দেওয়াল নির্মাণ!
রিপন রানা, বরিশাল:: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানাধীন রুপাতলী এলাকায় ১০টি পরিবারকে অবরুদ্ধ করে যাতায়াত পথে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। নগরীর রুপাতলী ২৪ নম্বর ওয়ার্ড গ্যাস্টারবাইন খান সড়ক এলাকার আবুল হোসেন, হেমায়েত উদ্দীনের (ডালিম) নেতৃত্বে ১০টি পরিবারের যাতায়াতের পথে বাউন্ডারি দেওয়াল তুলে অবরুদ্ধ করে রাখেন।
ভুক্তভোগী মো. মোহন সিকদার ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা কামনা করে। ঘটনা স্থালে কোতয়ালি থানার পুলিশ গিয়ে উভয়ের কথা শুনে রাতে থানায় বসার জন্য নির্ধারিত সময় দিয়ে আসেন।
কিন্তু প্রভাবশালী আবুল হোসেনিএবং হেমায়েত উদ্দীন (ডালিম)পুলিশের কোনো কথা না শুনে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে ১০টি পরিবারের যাতায়াতের পথে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করেন।
বিষয়টি সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ফারুক হোসেনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে একজন সড়ক পরিদর্শক পাঠান। ২৩, ২৪ নং ওয়ার্ডের দায়িত্ব থাকা রোর্ড ইন্সপেক্টর ঘটনাস্থলে এসে নির্মাণাধীন কাজের সিটি কর্পোরেশনের অনুমোদন (প্ল্যান) চাইলে কোনো অনুমোদন দেখাতে পারেননি। পরবর্তীতে নির্মাণাধীন কাজ বন্ধ করে বরিশাল সিটি কর্পোরেশন অনুমোদন আনার জন্য বলে আসেন।
এবিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ করেননি। যদি কেউ চলাচলের রাস্তা বন্ধ করে দেয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বরিশালের খবর, বিভাগের খবর