বরিশালে দুই কেজি গাঁজাসহ কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে দুই কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক মো. খলিল হাওলাদার (৫৬) ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের সেওতা গ্রামের মফিজ হাওলাদারের ছেলে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। এরআগে, মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বরিশালের খবর, বিভাগের খবর