১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৩:০৫ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০২৩

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম দেলোয়ারা বেগম (৪০)। তার কাছে থাকা পাসপোর্ট থেকে জানা যায় তার গ্রামের বাড়ি চুলচর বালিয়াখালি বিমানবন্দর থানা। তার স্বামীর নাম নুর আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২টার দিকে ঢাকা থেকে যাতায়ত পরিবহনের একটি বাস বরিশালে আসছিল। বার্থী বাসস্ট্যান্ডে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী গুনগুন পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। পরে গৌরনদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন