বরিশাল নগরীর সাগরদী এলাকায় দুই যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রোববার (৩০ এপ্রিল) বিকেলে ওই এলাকার আক্কেল মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার যুবকদ্বয় হলেন- স্থানীয় রুবেল ও হিরন। এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সুমন প্রধান হামলাকারী আমির হোসেনকে রামদাসহ আটক করেছেন।
পরে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে মেহেদী ও এক নারীসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন।”
বরিশালের খবর