বরিশাল: বরিশাল নগরী থেকে দুই শিশু ও এক অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
এদের মধ্যে তন্বী (১০) নামে এক মাদরাসাছাত্রী রয়েছে। সে বরগুনা জেলার টুনু মিয়ার মেয়ে। তবে সে স্থানীয় ফয়জুল উলুম ইসলামিয়া মাদরাসার ছাত্রী।’
পুলিশ জানায়- সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের খান সড়ক সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মেয়েটির বাবা দিনমজুর টুনু বরিশালটাইমসকে বলেন, আমি স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে নবগ্রামে যুবক হাউজিং সংলগ্ন খালেক খানের বাড়িতে ভাড়া থাকি। রোববার রাত ৮টার দিকে আমি বাসার বাইরে ছিলাম।
তন্বী আমাকে ডাকতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সকালে ডোবায় তার লাশ পাওয়া যায়।’
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির মৃত্যু কারণ জানার চেষ্টা চলছে।’
এদিকে- বরিশাল নগরীর রুপাতলী বটতলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় রুপাতলী বটতলা এলাকার জলপাইতলা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
লাশের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ওই যুবকের পরনে রয়েছে আকাশী রঙের চেক শার্ট ও চেক লুঙ্গি।
তবে তার শরীরের ওপর আরেকটি রক্তাক্ত সাদা চেক শার্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মরদেহ উদ্ধারের পর সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে বলে বরিশালটাইমসকে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ।’
অপরদিকে- বরিশালের বিমানবন্দর থানা এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে রহমতপুর খানপুরা সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- নবজাতকের লাশটি কেউ এখানে ফেলে গেছে। নবজাতকের বয়স ২ থেকে ১ দিন হবে। তবে কে বা কারা এ কাজ করেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সি বরিশালটাইমসকে বলেন, ‘রাস্তার পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বরিশালের খবর