বরিশালে দুর্বৃত্তের ইটের আঘাতে গুরুতর আহত সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ইটের আঘাতে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে মেহেন্দিগঞ্জ জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা জানান। আহত সাংবাদিক স্বপন হাওলাদারকে (৪৮) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক আজকাল ও দিনকাল পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সদস্য।
স্বপনের বরাত দিয়ে স্থানীয় মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে ছিলেন স্বপন। এ সময় জহিরুল ইসলাম ওরফে টুলু নামের এক ব্যক্তি ওই দোকানে এসে পূর্ব ঘটনার জেরে স্বপনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন সেখানে উপস্থিত লোকজন দুজনকে সরিয়ে দেন।
“পাশের অন্য একটি দোকানে চা খেতে যান সাংবাদিক স্বপন। এ সময় একটি ইট দিয়ে হঠাৎ স্বপনের মুখমণ্ডলে আঘাত করেন টুলু। এতে স্বপন গুরুতর আহত হন।” স্থানীয় সাংবাদিকরা জানান, হামলাকারী জহিরুল ইসলাম টুলু (৫০) উপজেলার খেজুরতলী বাজারের সুফিয়ার রহমান সিকদারের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ ছাড়াও থানায় মামলা আছে।
টুলুর বিরুদ্ধে থানায় মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার বিষয়ে জহিরুল ইসলাম টুলু বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন আপনারা আমার যা বিচার করবেন, আমি মেনে নেব।”
বরিশালের খবর, বিভাগের খবর