সোমবার সকাল থেকেই ইলশে গুড়ি বৃষ্টি আর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় স্বাভাবিক জীনযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে বরিশালে। নদী বন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত থাকায় বন্ধ রয়েছে ৩০ ফুটের নীচে এমভি টাইপের লঞ্চ চলাচল।
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আনিচুর রহমান বরিশালটাইমসকে জানান- এমন অবস্থা মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে।”
সিনিয়র পর্যবেক্ষক আরও জানান- সোমবার সকাল ৬টা ৪০ মিনিট থেকে গুড়ি বৃষ্টির শুরু। এর নেপথ্যের কারণ হলো বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি। নিম্ন চাপ নেই বলে সাগরে কোন সংকেত নেই।’
তবে নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। শুরু থেকে বেলা ১১ টা অবধি দশমিক ৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি বেশি হলে আকাশ পরিস্কার হবে, নতুবা আগামীকাল পর্যন্ত এমনি মেঘাচ্ছন্ন থাকবে বলে জানান আনিচুর রহমান।’’
বরিশাল নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু বরিশালটাইমসকে বলেন- তাদের এমভি টাইপের লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ত্রিশ ফুটের নীচের ৩০ থেকে ৩৫টি এমভি লঞ্চগুলোকে উত্তাল নদীতে চলাচলের জন্য ১৫ মার্চ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন।
তবে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে এমএল টাইপের লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।”
শিরোনামবরিশালের খবর