বরিশালে নাগরিক টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে বরিশালে। বুধবার রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির শহীদ জননী সাহান আরা বেগম হলে কেক কেটে নাগরিক টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি ও গবেষক আনিসুর রহমান খান স্বপন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিণ, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী জসীম, সুশান্ত ঘোষ এবং বর্তমান সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ।
অনুষ্ঠানে নাগরিক টেলিভিশনের প্রতিষ্ঠাতা প্রয়াত আনিসুল হকের আত্মার শান্তি কামনা করা হয়।
এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নাগরিক টেলিভিশন বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি তন্ময় তপু। কেক কাটার পর নাগরিক টেলিভিশনকে বরিশাল প্রতিনিধি তন্ময় তপুর মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা।
গণমাধ্যম, বরিশালের খবর