শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, বিজয় র্যালিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উদ্যাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল সাড়ে ৬টায় পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনীর করে কর্মসূচির সূচনা হয়।
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করার হয় প্রশাসনের পক্ষ থেকে। সকাল থেকে শ্রদ্ধা জানাতে আসে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি জেলা ও মহানগর, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি, বাসদ, ওয়ার্কার্সপার্টি, জাসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, ছাত্রলীগ,ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, শিক্ষক সমিতিসহ আরও অনে সংগঠন।
শ্রদ্ধাঞ্জলির পর নগর আওয়ামী লীগ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সভা শেষে বিজয় র্যালি বের করে। অনুরূপভাবে বিএনপি অশ্বিনী কুমার হল চত্বরে আলোচনা সভা শেষে বিজয় র্যালি বের করে।
সকাল ৯টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। এরপর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
বিজয় দিবস উপলক্ষে রিপোর্টার্স ইউনিটি সংগঠনের কার্যালয়ে মুক্তিযুদ্ধের চিত্র ও তথ্য প্রদর্শনীর আয়োজন করেছে। এছাড়াও বিজয় দিবসে রয়েছে নানা কর্মসূচি।”
শিরোনামবরিশালের খবর