বরিশাল: বরিশাল নগরী থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে কাউনিয়া থানাধীন সফির গ্যারেজ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বরিশালটাইমসকে জানান- নারীর মরদেহটি সড়কের ওপরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে আরও জানায়- ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে রোগের ক্ষতচিহ্ন রয়েছে।’
সেক্ষেত্রে পুলিশ ধারণা করছে- রোগে আক্রান্ত হয়েই নারীর মৃত্যু হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর