৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

বরিশালে নারী ভোটাদের স্বতঃর্স্ফূত উপস্থিতি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১৭ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৬

বরিশাল: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জেলার ১০ উপজেলার ৭৪টি ইউনিয়নে মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এরমধ্যে একটি ইউনিয়নে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

 
কয়েকটি কেন্দ্র ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশি। জেলা নির্বাচন অফিসার আব্দুল হালিম খান বলেন, জেলার ১০ উপজেলার ৭৪টি ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ৩২৮জন চেয়ারম্যান এবং ২ হাজার ৬২৬ সাধারণ সদস্য ও ৭৫৯ জন সংরক্ষিত নারী সদস্য। দশ উপজেলায় ১ লাখ ২১ হাজার ২৭৮ জন ভোটার ৬৭৩টি কেন্দ্র তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

 

জেলা পুলিশ সুপার এস.এম আকতারুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি’র সদস্যদের সাথে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী সাতজন সদস্যসহ মোট ২০জন মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করা হবে। সেভাবেই পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন