৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::: পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্নপত্র কেমন ছিল? পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতেই মেয়েকে জিজ্ঞাসা করলেন বরিশাল নগরীর সাইফুল ইসলাম দম্পতি। মেয়েও হাসিমুখে জবাব দিল, খুবই ভালো পরীক্ষা হয়েছে, প্রশ্ন সহজ।

এ কথোপকথন আজ শুক্রবার বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসা এক পরীক্ষ‌ার্থী ও বাইরে অপেক্ষমান তার বাবা-মায়ের।

দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের অধীনে পরিচালিত নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির বিভিন্ন কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরের ২৯টি ভেন্যুতে একযোগে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এ পরীক্ষা নেয়া হয়।

এবারের ভর্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি সকল নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের সর্বমোট ১৮ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ৫৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সর্বমোট পরীক্ষার্থীর মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ৩৬ হাজার, বিএসসি নার্সিং এ ১৬ হাজার এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ৬ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গত বছর বিভিন্ন কোর্সে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫২ হাজার।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন