বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:১৩ অপরাহ্ণ, ০২ মে ২০১৬
বরিশাল: পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অরগানাইজেশনের ডাকে বিক্ষোভ করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (০২ মে) সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের সামনে এ বিক্ষোভ করেন।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন নার্সিং কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ক্যারিঅন সিস্টেম চালু এবং ফাইনাল ও সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ।
তবে অপর ৪টি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অরগানাইজেশনের সভাপতি মো. মতিউর রহমান জানিয়েছেন, তাদের একটি দাবি মেনে নেয়ার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।
কিন্তু অপর দাবিগুলো বর্তমান বেতন কাঠামো ও বাজারের সঙ্গে সমতা রেখে ইন্টার্নভাতা ১৬ হাজার টাকায় উন্নীত করা, প্রতিটি নার্সিং কলেজের অবকাঠামো উন্নয়ন, স্বতন্ত্র সেবা অনুষদের ব্যবস্থা এবং ছাত্রদের থাকার ব্যবস্থা না মেনে নেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।’