স্কুলে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধান মেলেনি একমাসেও। নবম শ্রেনীতে পড়ুয়া মেধাবী পুত্রের সন্ধানের আশায় তার মা থানায় সাধারণ ডায়েরী করার পর পুলিশের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও কোন সুফল পায়নি।
ঘটনাটি জেলার উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী শাহজিরা গ্রামের।
ওই গ্রামের বাসিন্দা আনসার কমান্ডার আজিজুর রহমান চুন্নুর স্ত্রী রুমা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, তার ছোট পুত্র উজিরপুর উপজেলার বামরাইল এ বি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্র আসাদুর রহমান সৈকত (১৪) গত ১১ অক্টোবর বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (যার নং-৬৭৭)। তিনি আরও জানান, দীর্ঘদিনেও থানা পুলিশ তার পুত্রের নিখোঁজের ব্যাপারে কোন তথ্য বের করতে পারেননি।
ফলে তারা চরম হতাশাগ্রস্থ হয়ে পরেছেন। প্রাথমিকভাবে তারা ধারনা করছেন কোন পাচারকারীরা তার পুত্র সৈকতকে অপহরণ করে থাকতে পারে।
রহস্যজনকভাবে নিখোঁজ মেধাবী ছাত্র সৈকতকে খুঁজে বের করার জন্য তিনি (রুমা) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, নিখোঁজ স্কুল ছাত্র সৈকতের পিতা আজিজুর রহমান চুন্নু ঢাকা-বরিশাল নৌরুটের একটি বেসরকারী যাত্রীবাহি লঞ্চের আনসার কমান্ডার।
বরিশালের খবর