বরিশালে নিখোঁজ ৪ কিশোরীকে উদ্ধার, গ্রেপ্তার ২
নিজস্ব সংবাদদাতা,বরিশাল: বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে একসঙ্গে চার কিশোরী নিখোজের একদিনের মধ্যে তাদের উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরীতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, বুধবার ওই কিশোরীরা গৌরনদীর বাটাজোর এলাকা থেকে নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। কিশোরীরা নিখোঁজের পর বৃহস্পতিবার দিনগত রাতে এক ছাত্রীর বাবা বাদশা হাওলাদার বাদী হয়ে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীরা তাদের ব্যবহৃত স্বর্ণালংকার একটি জুয়েলারী দোকানে ২৯ হাজার টাকায় বিক্রি করে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলো। মাহিলাড়া বাজারের ওই জুয়েলারী দোকান থেকে বিক্রি করা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গত বুধবার একসাথে চার কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ওইদিন রাত বারোটার দিকে এক কিশোরীর পালিত বাবা ও মাকে অপর নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা পাচারকারী সন্দেহে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার রাতে বরিশাল শহর থেকে নিখোঁজ ছাত্রীদের উদ্ধার করা হয়। এসময় হৃদয় দেওয়ান ও তুর্য মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
বরিশালের খবর, বিভাগের খবর