বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বন্যাকবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সার্বিক সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে নেমেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে নানা পেশা শ্রেণির মানুষ। কেউ শারীরিক প্রতিবন্ধকতা সত্বেও অর্থ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, কেউ আবার নিজের জন্য কেনা নতুন শাড়ী দান করছে বন্যার্তদের জন্য। বরিশালের বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে এসব চিত্র।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণত্রাণ কার্যক্রমে গত ২৪ আগস্টে প্রচার করতে গেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ ছুটে আসেন অর্থ নিয়ে। এসময় অন্য একজন বৃদ্ধার নিজের কেনা নতুন শাড়িও বন্যার্তদের জন্য দিতে দেখা যায়। বরিশালের রুপাতলির ধান গবেষণা সড়কে এ চিত্রটি দেখা যায়।
এছাড়া বরিশালের বিভিন্ন এলাকায় গণত্রাণ কার্যক্রমে শিশুরাও ত্রাণ নিয়ে ছুটে আসেন বিভিন্ন বুথে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অর্থ ও ত্রাণ সংগ্রহ কার্যক্রমে গত ৪ দিনে অর্থ সংগ্রহ হয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৯১৯ টাকা।এছাড়া আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ অর্থ সংগ্রহ করেছে।
জানা যায়, গত ২২ আগস্ট কয়েকটি দল বরিশালের বিভিন্ন জায়গায় অর্থ ও ত্রান সংগ্রহ শুরু করে।এরপরে ২৪ ও ২৫ আগস্ট গণত্রাণের কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো।কয়েকটি বিভাগও আলাদা করে অর্থ ও ত্রাণ সংগ্রহ করেছেন।বরিশালের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করতে দেখা গেছে।গত চারদিনে মোট ১৯ লাখ ৪১ হাজার, ৯১৯ টাকা অর্থ জমা হয়েছে।আগামিতে অর্থ আরো বাড়তে পারে বলে জানান শিক্ষার্থীরা।
সংগঠনগুলোর এক সমন্বয়ক জানান, গণত্রানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন বরিশালবাসী।বন্যার্তদের জন্য দুই তিন ট্রাক জামা কাপড় দিয়েছেন তারা।এছাড়া শুকনা খাবারও দিয়েছেন বিভিন্ন কোম্পানি। অর্থও জমা হয়েছে বেশ। তাদের দেওয়া অর্থ ও ত্রাণ আমরা বন্যা কবলিত মানুষের নিকট পৌছে দিবো।আমাদের একটি টিম ইতোমধ্যে কাজ করছেন।আগামি ২৮ আগস্ট বুধবারে ভোররাতে রওনা দিবেন ৩০ জনের একটি দল।যেটা ৬ জন করে ৫ টি স্থানে গিয়ে বন্যার্তদের সাহায্য করবে।