বরিশালে নির্জন বাসায় হোটেলকর্মীর ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে নির্জন ভাড়া বাসা থেকে নিরব (৩৫) নামে এক হোটেল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, নিহত হোটেল কর্মী নিরব পরিবার নিয়ে নগরীর কাশিপুরের চৌমাথা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলায়।
লোকমান হোসেন জানান, নিরব পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার (২১ মার্চ) সকালে হোটেল থেকে ফোন দিয়েও তার কোনো খবর না পাওয়ায় বাসায় খোঁজ নিতে গিয়ে তার মরদেহ দেখতে পায় হোটেলের অন্য কর্মচারী ও বাসার মালিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পরিদর্শক আরও জানান, বাসায় নিরব একাই ছিলেন। তার পরিবার বেড়াতে গিয়েছিল। তিনি বলেন, মরদেহের পা যেহেতু খাটের সঙ্গে লেগে ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলা করা হবে, জানান ওসি।’
বরিশালের খবর, বিভাগের খবর