বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৭ জেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বরিশালের হিজলা উপজেলার ১৭ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের হাকিম হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার এ সাজা দেন তাদের।
সাজা পরোয়ানায় রোববার সকালে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে হিজলা নৌ-পুলিশ ইউনিটের পরিদর্শক বিকাশ চন্দ্র দ জানিয়েছেন। তিনি বলেন, এর আগে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত মেঘনা ও সংলগ্ন শাখা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের সময় ১৯ জেলেকে আটক করা হয়।
এ সময় ২৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩১৫ কেজি মা ইলিশও জব্দ করা হয়েছে। “পরে নির্বাহী হাকিম মৎস্য আইনের ৫(১) ধারায় ১৭ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
এর মধ্যে দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকায় তাদের মুক্তি দে ওয়া হয়েছে।” উদ্ধার করা ইলিশ মাছ এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান বিকাশ।
বরিশালের খবর, বিভাগের খবর