বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামে নেশাগ্রস্ত ছেলে আরিফ মোল্লাকে (২৩) পুলিশে দিয়েছেন বাবা।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বাবা ফারুক মোল্লা জানান, দীর্ঘদিন ধরে আরিফ গাঁজাসহ নেশাজাতীয় দ্রব্য সেবন করে আসছে। নেশার টাকা না পেলে আরিফ প্রায়ই তাদের গায়ে হাত তুলতো। এছাড়াও গ্রামের লোকজনকে বিরক্ত করতো। এতে তিনি অতিষ্ঠ হয়ে সকালে আরিফকে পুলিশে দিয়েছেন।
এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর