৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ১৪ অক্টোবর ২০১৬

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীতে নৌকাবাইচ ও লঞ্জের সঙ্গে হাতির রশি টানা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার টরকী বন্দর দুর্গা মন্দির ও টরকী বন্দর বর্ণিক সমিতির যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। ব্যতিক্রমী এসব প্রতিযোগীতার আনন্দ উপভোগ করতে নদীর দু’তীরে সব বয়সী হাজার হাজার নারী ও পুরুষের সমাগম ঘটে।

গৌর নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা-গৌর নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা-প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দিলীপের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের প্যানেল স্পিকার অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া প্রমুখ।

44 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন