বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বরিশালের সড়কপথ নৌপথ সর্বত্র চলছে তল্লাশি। বরিশাল বিভাগজুড়ে চলছে গ্রেফতার অভিযান। বাদ যাচ্ছে না সন্দেহভাজনরা। বাদ নেই জীবন-জীবিকার সন্ধানে কিংবা প্রয়োজনে বরিশালে আসা সাধারণ মানুষও!
খোঁজ নিয়ে ও সরেজমিনে ঘুরে জানা গেছে, বরিশালের প্রবেশের সবগুলো পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে তল্লাশি চৌকি। নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যাও। বাড়ানো হয়েছে টহল। পুলিশ বলছে, সরকার উৎখাত ও নাশকতার সতর্কতা হিসেবে বরিশাল বিভাগের প্রবেশের পথগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হয়রানি নয় নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য পুলিশের। তবে সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা বলছেন, অপরাধীদের ধরতে গিয়ে সাধারণদের হয়রানি করা হচ্ছে।
যদিও বিএনপি বলছে- অপরাধী ধরার নামে মামলার আসামি ধরার কথা বলে বিএনপিকে নেতাকর্মী শূন্য করার কৌশল নিয়েছে পুলিশ। চলছে গ্রেফতার-বাণিজ্য।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএস রুহুল আমিন বরিশালটাইমসকে বলেন- সাধারণ মানুষের জানমাল রক্ষা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বরিশাল পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট করা হয়েছে। সেখানে সন্দেহজনক কাউকে পেলে তল্লাশি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন পরিবহণেও সন্দেহজনক কিছু পেলে চেক করছে পুলিশ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে- বরিশালে প্রবেশমুখে তল্লাশি বসিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই দেখা যায়, বাস, পিকাপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বাদ যাচ্ছেন না ব্যাগ কিংবা সোধারণ পথচারীরাও।’
শিরোনামOther