বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রতি বছরের মতো এবারও বরিশাল শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল এক শোভাযাত্রা বের করা হয়েছে।
জাহাঁগিরিয়া শাহ্সুফী মমতাজীয়া দরবার শরীফের উদ্যোগে আনজুমান-এ- জাহাঁগিরিয়া শাহ্সুফী মমতাজীয়া ট্রাস্ট বরিশাল মহানগর কমিটির নেতৃত্বে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড সাগরদী এলাকার তাজকাঠী হাজী বাড়ি জাগাগারিয়া শাহসুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে সাগরদী বাজার-রূপাতলী বাসস্ট্যান্ড ঘুরে সড়ক প্রদক্ষিণ করে দপদপিয়া আরজ আলী খাঁন কমপ্লেক্সে গিয়ে র্যালিটি শেষ হয় এবং সেখানে এক আলোচনা সমাবেশে মিলিত হয়ে যোহরের নামাজের পর দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে আয়োজনটি শেষ হয়।
শোভাযাত্রায় চট্টগ্রাম চন্দনাইশ শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী বরিশাল নগরীর মৃধা বাড়ি জামে মসজিদ, মাধবপাশা দুয়ারি বাড়ি জামে মসজিদ, মনপুরা সিকদার বাড়ি জামে সজিদ, শিরামপুর দরবার শরিফ, সুন্দরকাঠি দরবার শরিফ, নিশানবাড়িয়া দরবার শরিফ মেহেন্দিগঞ্জ মসজিদ সহ বিভিন্ন অঞ্চলের অনুসারীরা অংশগ্রহন করেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন, পীরজাদা মাওলানা রিয়াজ উদ্দিন ঢালী, আঞ্জুমান -এ- জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্টের প্রধান সম্বনয়ক মোঃ গোলাম রাব্বী আখি, পীরজাদা শেখ ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, সমাজ সেবক আমির হোসেন মিঠু, মো: শহীদ খান, কবির শিকদার, মাও: সাঈদ চৌধুরী, আবু তালেব তুহিন, মেহেন্দিগঞ্জের বাবুল খান ও বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আরিফ হোসেন প্রমূখ। সব শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রিয়াজ উদ্দিন ঢালী ।
বরিশালের খবর, বিভাগের খবর