বরিশাল: বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এস তোফায়েল আহম্মেদ মনির (২০) নামে এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। তোফায়েল গৌরনদী উপজেলার বাসিন্দা ও ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল পঞ্চম সেমিস্টারের ছাত্র।
কলেজ সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রলীগের অনুসারী ও কলেজের ছাত্রলীগ নেতা রেজা হত্যার ঘটনার পর তার অনুসারীরা আলাদা দু’টি দলে বিভক্ত হয়ে যায়।
এর একটি দলের সদস্য নিসাদ, হিমেল, হাসানসহ বেশ কয়েকজন সোমবার দুপুরে কলেজের প্রধান ছাত্রাবাসের সামনে তোফায়েলের ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর