বরিশালে পাইকারি বাজারে আলু বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের পাইকারি বাজারে আজ থেকে আলু বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আড়তদাররা। সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে না পারার কারণে গত বৃহস্পতিবার নগরীর আড়তগুলো আলু শূন্য হয়ে পড়ে। এরপর থেকে গত চারদিন ধরে পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ ছিলো। কোন আড়তে আলু দেখা যায়নি।
বরিশাল নগরীর পেঁয়াজপট্টি এলাকার আড়তদার মো. শিপন হোসেন জানান, রোববার বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সঙ্গে আড়তদাররা সাক্ষাৎ করেন। তিনি সহনশীল দামে আলু বিক্রির পরামর্শ দেন। আলু কেনা বেচার ভাউচার রাখতে নির্দেশ দিয়েছেন। তার আশ্বাসে সোমবার থেকে আলু বিক্রি শুরু করার সিদ্বান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, পাইকারি বাজারে প্রতিকেজি ৩৮ থেকে ৪০ টাকা ও খুচরা বাজারে ৪৫ টাকা দরে বিক্রির সিদ্বান্ত হয়েছে। এ সিদ্বান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ ও রাজশাহী অঞ্চল থেকে আলুবোঝাই ট্রাক সকালে বরিশালে এসে পৌঁছে। দুপুরের মধ্যে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বেচা-বিক্রি শুরু করা হবে।
আড়তদার মো. আল আমিন বলেন, দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতিতে আলু বেশি প্রয়োজন। সরকার ২৭ টাকা দরে পাইকারি বাজারে আলু বিক্রির সিদ্বান্ত দেয়। কিন্তু এ দামে আলু কোনভাবেই বিক্রি করা সম্ভব নয়। তাই আলু বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
বরিশাল নগরীর পেঁয়াজ পট্টি এলাকায় ৩৫টি আড়ত রয়েছে। এ সকল আড়ত থেকে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার বস্তা আলু বিক্রি হয়। আলু না থাকায় আড়তদের চেয়ে বেশি ভোগান্তিতে ছিলো শ্রমিকরা। গত চারদিন বেচা-বিক্রি না থাকায় অনেক শ্রমিক অর্থ সংকটে ছিলো।
বরিশালের খবর, বিভাগের খবর