বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ০৯ জুন ২০১৮
বরিশালের উজিরপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে। এরা হলো- উপজেলার চেংগুড়িয়া গ্রামের টিটু বিশ্বাসের ছেলে রাহাত (১৫) ও প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছেলে রুম্মান (১৬)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বানারীপাড়া স্টেশনের লিডার আলতাফ হোসেন জানান, বিকেল ৩টার দিকে গুঠিয়ার বায়তুল আজাম জামে মসজিদের পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। এসময় একজন ডুব দিলে পুকুরের ঘাটলার নিচে আটকে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও আটকা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’