বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
বরিশাল নগরী থেকে পিকআপপভর্তি ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-দিপঙ্কর (৩০) এবং তুহিন মোল্লা (২১)।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানিয়েছেন- বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে পিকআপের ভেতরে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’’