বরিশাল নগরী থেকে পিকআপপভর্তি ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-দিপঙ্কর (৩০) এবং তুহিন মোল্লা (২১)।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানিয়েছেন- বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে পিকআপের ভেতরে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’’
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর