বরিশালে পিকআপভর্তি জাটাকাসহ দুই যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল থেকে রাজধানী ঢাকা যাওয়ার প্রাক্কালে পিকআপভর্তি ২১ ড্রাম জাটকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বরিশালটাইমসকে জানান, বিপুল পরিমাণ জাটকা বরিশাল থেকে রাজধানী ঢাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছে এমন গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ২১ ড্রাম জাটকা জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানচালক ও তার সহযোগীকে আটক করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলারপ্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওসি হেলালউদ্দিন বলেন, মৎস্য অফিসের সহায়তায় জাটকাগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বরিশালের খবর, বিভাগের খবর