বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পিকনিকের গাড়ি উল্টে অন্তত ১০জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার উচা ব্রিজ নামক স্থানে বরিশাল ঢাকা মহাসড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- উপজেলার জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বনভোজনের জন্য যাত্রীবাহী বাস ভাড়া করে সকাল ৭টায় কুয়াঘাটার উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে উচা ব্রিজ নামক স্থানে পৌঁছলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০জন আহত হয়েছেন।
ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গীর আলম বরিশালটাইমসকে জানান, সড়ক দুর্ঘটনার কারণে তাদের বনভোজন বাতিল করা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।’
Other