বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৫১ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০১৬
পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বরিশাল ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়।
সমাবেশ শেষে ছাত্রদলের নেতারা মিছিল নিয়ে সদর রোডে বের হতে চাইলে পুলিশের সাথে বাকবিত-া হয়। একপর্যায়ে পুলিশি বাধায় মিছিলটি প- হয়ে যায়।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর ছাত্রদলের আহাবায়ক খন্দকার আবুল হোসেন লিমন, যুগ্ম আহ্বায়ক মশিউল আলম মঞ্জু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না প্রমুখ।