বরিশাল: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১৪ নভেম্বর) সকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, এই সরকারের আমলে বিরোধী দল না থাকায় গণতন্ত্র রুদ্ধ হয়ে গেছে। এথেকে পরিত্রাণের জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
পরে দুপুর ১২টায় নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর