বরিশালে পুলিশের বাধায় যুবদলের আনন্দ মিছিল পণ্ড হয়ে গেছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে দলীয় মনোনয়ন দেয়ায় নগরীতে জেলা (দক্ষিণ) যুবদলের উদ্যোগে মিছিল বের করার চেষ্টা করা হয়।
তবে পুলিশ ওই আনন্দ মিছিল করতে দেয়নি বলে অভিযোগ করেন জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব। পরে তারা নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
সোমবার (২৫ জুন) বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম তছলিমউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু প্রমুখ।
বক্তারা বিএনপি দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়াসহ সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে দলীয় মনোনয়ন দেয়ায় রোববার রাতে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করে মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।
বরিশালের খবর