বরিশাল: পুলিশ কনস্টেবলের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এসময় ওয়াসিম নামক আরেক ডাকাতকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রবিবার মধ্যরাতে শহরতলীর মতাশা এলাকায় এ ঘটনা ঘটে।
পায়ে গুলিবিদ্ধ ডাকাত মো. জুয়েল (৩৫) বরিশাল সদর উপজেলার মুকুন্দপট্টি গ্রামের নূর আলম মিয়ার ছেলে এবং আটক ডাকাত ওয়াসিমের বাড়ি ঝালকাঠিতে।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, পুলিশ কনস্টেবল বাবুল মিয়ার বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিলে গোপন সংবাদ পেয়ে নগর গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এসময় পুলিশ গুলি চালালে ডাকাত দলের সদস্য জুয়েল পায়ে গুলি লাগে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ওয়াসিম নামে আরেক ডাকাতকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বরিশালের খবর