১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে পুলিশের মামলায় মাদক বিক্রেতা দন্ডিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ০৬ মার্চ ২০১৭

ডিবি পুলিশের দায়ের করা মাদক আইনের মামলায় এক মাদক ব্যবসায়িকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল সোমবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতে এ রায় প্রদান করেন।

আসামি হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতা এলাকার মৃত সাধ সরদারের পুত্র মো. রেজাউল ইসলাম ওরফে জিয়া। এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ রাত ৭ টা ৪৫ মিনিটের সময় বরিশাল গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নথুল্লাবাত টার্মিনাল ধানসিড়ি হোটেলের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবাসায়ি রেজাউল ইসলাম ওরফে জিয়াকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে তারা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় ওই দিনই ডিবির উপ-পরিদর্শক মো. ইরানুল ইসলাম বাদি হয়ে মাদক ব্যবসায়ি রেজাউল ইসলামকে আসামি করে কোতয়ালি মডেল থানায় মাদক আইনের মামলা দায়ের করে।

২০১৩ সালের ১৬ এপ্রিল ডিবি পুলিশের এসআই মো. আবুল হোসেন শরীফ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হলে এ রায় প্রদান করেন।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন