৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে পুলিশের স্ত্রীর ওপর হামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৩ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০১৬

বরিশাল: নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বোরখা পরিহিত সন্ত্রাসী। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এই হামলার পর আহত এক সন্তানের জননী তাহমিনা বেগমকে (২৫) শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত তাহমিনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল আব্দুর রহিমের স্ত্রী।

তারা দক্ষিণ আলেকান্দা কাজীপাড়ার শহীদ ইঞ্জিনিয়ারের বাসার কাছে একটি বাসায় ভাড়া থাকেন। পরকীয়া প্রেমঘটিত বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রেমিক বোরখা পরিহিত অবস্থায় তাকে কুপিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার একটি সূত্র।’

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন জানান, খবর পেয়ে পুলিশ কাজীপাড়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত তাহমিনাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলাকারী শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

32 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন