বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ২০ জুন ২০১৭
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশ ও ডাকতদলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন ডাকাত বা পুলিশ সদস্য হতাহতের খবর পাওয়া যায়নি। গোলাগুলি শেষে পুলিশ দুই ডাকাতকে আটক করেছে। সোমবার গভীর রাত ২টার দিকে উপজেলার চরাদী ইউনিয়নের বলাইকাঠি চর সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।
আটক দুই ডাকাত হলেন- শাহিন মলি¬ক (৩৫) এবং আব্দুর রব হাওলাদার (৪০)। তাদের বাড়ি উপজেলার উত্তমপুর ও বলাইকাঠি ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন- ওসি মো. আজিজুর রহমানের নেতৃত্ব বলাইকাঠি এলাকায় নদীতে ট্রলারযোগে টহল দিচ্ছিলেন। ওই সময় আনুমানিক ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল ট্রলার নিয়ে তেরে আসছিলেন। তাদের হাতে অস্ত্র শস্ত্র দেখে পুলিশ গুলি ছুড়লে তারাও প্রতিরোধে পাল্টা গুলি ছোড়ে। প্রায় বিশ মিনিটের গুলি বিনিময়ের পরে ডাকাতরা ট্রলার থেকে নদীতে পড়ে পালিয়ে যায়।
ওই সময় ধাওয়া দিয়ে ডাকাত শাহিন মল্লিক (৩৫) এবং আব্দুর রব হাওলাদারকে (৪০) আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী মঙ্গলবার (২০ জুন) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’’
ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানিয়েছেন- ডাকাতদের উদ্দেশ করে পুলিশ ২০ রাউন্ড গুলি ছুড়েছে। কিন্তু কারও শরীরে বিদ্ধ হয়েছে কীনা নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতদের কাছ থেকে একটি ট্রলারভর্তি স্টিলের চাপাতি, একটি লোহার তৈরী ছুরি ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।”
পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে অন্তত ৮ জনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন বাকেরগঞ্জ ও পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা খোকন হাওলাদার, সবুজ হাওলাদার, লিটন কারিগর এবং সোহাগ গাজীসহ ৮জন। তাছাড়া বাকিদের শনাক্তের পাশাপাশি পলাতকদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান ওসি।”