নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর সোনামিয়ার পুল এলাকার একটি পুকুর থেকে হানিফ হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে স্থানীয় নাছির মডেল টাউনের পেছনে পুকুরে লাশ ভাসতে দেখে বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বাসিন্দা মো. বারেক হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার পেশায় স্থানীয় একটি স্টিলের সরঞ্জাম তৈরির মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়- সোনামিয়ার পোল বাজারে নাইম স্টিল নামক দোকানে কাজ শেষে হানিফ দুপুরে নাছির মডেল টাউনের পেছনের ওই পুকুরে গোসল করতে যান। কিন্তু কয়েক ঘণ্টা পার হলেও তার আর হদিস পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরে স্থানীয়রা হানিফের লাশটি পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে সংশ্লিষ্ট বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করে।
বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে তাদের পুলিশ লাশটি উদ্ধার করে। পরে সুরতাহল শেষে লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কিন্তু তাৎক্ষণিকভাবে যুবকের মৃত্যু কারণ নিশ্চিত হওয়া না যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে হচ্ছে।’
বরিশালের খবর, বিভাগের খবর